সহিংসতায় মৃতের সংখ্যা কত? কী চলছে শিক্ষার্থীদের সঙ্গে? আন্দোলন কোন পথে? | BBC Bangla

2024-07-29に共有
সরকারের দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে, আসলেই কি তাই? অকালে জীবন থমকে যাওয়া কিশোর-তরুণদের শোকাচ্ছন্ন পরিবারগুলোর দিন কীভাবে কাটছে?
এসব নিয়েই বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বাংলাদেশ ট্রেন্ডিং।

#quota #quotamovement #quotamovement2024 #কোটা #কোটাআন্দোলন২০২৪

*******************************************
বিবিসি নিউজ বাংলার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম।
এখানে আপনি দেখতে পাবেন দেশ ও দেশের বাইরের সমসাময়িক গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন, বিবিসি নিউজ বাংলার টিভি অনুষ্ঠান প্রবাহ এবং বাংলাদেশ ট্রেন্ডিং-এর সকল কন্টেন্ট। নিয়মিত ভিডিও আপডেট পেতে এবং অনুষ্ঠান দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না!

আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:
ওয়েবসাইট: bbcbangla.com
ফেসবুক: www.facebook.com/BBCBengaliService/
টুইটার: twitter.com/bbcbangla

#BBCBangla #BBCBanglaNews #বিবিসি #বিবিসিবাংলা #BBCNews

コメント (21)
  • দেশের সকল মিডিয়া সরকারের নিয়ন্ত্রণে। সরকার যা বলে মিডিয়া সেটাকে প্রতিষ্ঠিত করতে উঠেপড়ে লাগে। এর মাঝে বিবিসি বস্তনিষ্ট সংবাদ প্রচার করে, যা জনগণের মতের প্রতিফলন ঘটে। ধন্যবাদ বিবিসি কে
  • প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই একমত হলে লাইক দিন ❤️❤️
  • বিসিবির পাশাপাশি স্যারকেও ধন্যবাদ জানাই এতো সুন্দর ও সাবলীল ভাবে সাধারণ ছাত্র ও মানুষের মনের কথাগুলো উপস্থাপন করার জন্য।
  • মা আপনার ছেলে আপনার কথা রেখেছে, সে এবার তার জুতা হারায়নি কিন্তু নিজেই এই জুলুমবাজ সরকারের নির্যাতনে হারিয়ে গেছে! মহান "আল্লাহু" ভাইকে জান্নাত দান করুন,,,, আমিন।
  • ধিক্কার জানাই এই রকম দেশ কে 🤬 যে দেশে মানুষ মরলে চোখ দিয়ে পানি আসে নাহ্ ইট,কয়লা দালান কোঠার ক্ষয়ক্ষতি হলে কান্নায় বুক বাসিয়ে দেয়।
  • আমি এই মার কথা কান্না করলাম।।চোখে পানি চলে আসছে... আল্লাহ আমাদের রক্ষা করো।নিহত পরিবার কে শোক সহিবার তাওফিক দান করুন।
  • বিবিসি কে বাংলাদেশের সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই এবং সত্য ঘটনা তুলে ধরার জন্য আহ্বান জানাই।
  • চোখের পানি ধরে রাখতে পারলাম না। আল্লাহ তুমি এত চোখের পানির ফোঁটা কবুল করো জুলুমের অবসান ঘটিয়ে এই স্বৈরশাসক কে ধংশ করো। একটা ন্যায়পরায়ণ সরকার নিযুক্ত করে দাও।
  • ধন্যবাদ বিবিসি কে সত্য তুলে ধরার জন্য, আন্দোলনকারী আমার ছাত্র ছাত্রী ভাই বোনদের মৃত্যুর বিচার চাই, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই।
  • এতো মৃত্যু, এতো মৃত্যুর পেছনে এতো এতো স্বপ্ন - যা দেখে চোখের পানি ধরে রাখতে পারছি না।
  • তানজিম স্যার আর বিবিসি বাংলাকে ধন্যবাদ বস্তুনিষ্ঠ সত্যতা তুলে ধরার জন্য। এবং সাথে সাথে আন্দোলনে শহীদী মৃত্যুবরণকারীদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
  • সবাই একসাথে এগিয়ে আসেন জুলুমকারীদের বিচার এই বাংলার মাটিতে করতে হবে
  • ফেরাউন অনেক আইন করছে কিন্তু ফেরাউন আইন ঠিক টেকেনাই মুসা আলাই সালাম এর আইন এখনো আছে। শেখ হাসিনা অনেক আইন করছে এই আইন ও টিকবে না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সালামের আইন টিকবে ইনশাআল্লাহ।
  • দোষী দের কঠিন শাস্তি চাই❤❤
  • এটা সাধারণ মানুষের আন্দোলন, ভুগছে সাধারণ মানুষ, প্রতিটি রাত যেন এক একটি ৭১ এর কালো রাত।সাধারন মানুষ কে এরেস্ট করা হচ্ছে।
  • অধিকার চেয়ে যদি আমার সন্তান অপরাধী হয়, তা হলে প্রথমে আমার বিচার করতে হবে, আমি মা সন্তানকে শিখিয়েছি, মৃত্যু ভয়ে কখনও অন্যায়ের সাথে মাথা নিচুঁ করবে না কখনও, কারো কোন ক্ষতি করবে না , তুমার অধিকার তুমাকে আদায় করতে হবে, কেউ যদি অন্যায় ভাবে তুমার ক্ষতি করতে আসে তাকে উচিৎ শিক্ষা দিয়ে ছেড়েঁ দিবে। বিচার করতে হলে অধিকার আদায়ের জন্য আত্ম ত্যাগ কারী ক্ষুদিরাম বসুর বিচার করতে হবে, মাওলানা ভাসানীর বিচার করতে হবে, ড. মোহাম্মদ শহীদুল্লাহর বিচার করতে হবে, বাঙ্গার বাঘ এ কে ফজলুল হকের বিচার করতে হবে, বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের বিচার করতে হবে, যারা অধিকার আদায়ের জন্য নিজের জীবন দিয়েছেন। দয়া করে আমার লেখাটা সবাই যেন পড়তে পারে সেই ব্যবস্থা কেউ যদি করে দেন চির কৃতজ্ঞ থাকব । আল্লাহু আকবার।
  • @SumonKhan-d2i
    রক্ত খেয়ে ফুলছে দেখো রক্তচোষা জোঁক, নিজেই চুষে রক্ত খেয়ে, নিজেই করে শোক! আহা' ৩০ 'শে জুলাই.. ✊
  • প্রিয় মা আমরা আছি তোমার সাথে। এক সাগর না। ১০০ সাগর রক্তের প্রয়োজন হলেও আমরা দিতে রাজি ইনশাআল্লাহ 🤲😭✊🤦‍♂️🇧🇩
  • আহ! কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। আল্লাহ তুমিই একমাত্র সহায়ক।
  • @ROFIK48
    সাংবাদিক সাগর রুনি হত্যার পরে বিবিসি বাংলা একেবারে ঝিমিয়ে পড়েছিল জনগণের মন থেকে হারিয়ে গিয়েছিল আশা করি সেই জায়গায় আবার ফিরবে বিবিসির সাংবাদিকরা কাউকে না ভয় পেয়ে সত্যটা সবার সামনে আনবে আশা করি ধন্যবাদ বিবিসিকে