সরকারি চাকরিতে কোটা

2024-07-05に共有
সরকারের সিদ্ধান্ত থাকা সত্ত্বেও কেন কোটা পুর্নবহাল হলো? রাজপথে কি কোটা সমস্যার সমাধান হওয়া সম্ভব? কোটা ব্যবস্থা পুরোপুরি বাতিল করা কি যৌক্তিক?

‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশো-তে এবারের আলোচনার বিষয়: সরকারি চাকরিতে কোটা৷ অনুষ্ঠানে অতিথি হিসেবে আছেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল৷

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আরাফাতুল ইসলাম৷

#রাজনীতি #খালেদমুহিউদ্দীন

সাব্সক্রাইব করুন: bit.ly/2SJoeQq
ফেসবুকে ডয়চে ভেলে: www.facebook.com/dwbengali
টুইটারে ডয়চে ভেলে: twitter.com/dw_bengali

コメント (21)
  • প্রিয় দর্শক, সরকার নয়, আইনের আওতায় পিএসসি চাকরি দেয় বলে জানিয়েছেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান৷ বিষয়টি আপনি কীভাবে দেখছেন?
  • স্যালুট,,,,,ডঃ আসিফ নজরুল সাহেব কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দোয়া রইল
  • একমাত্র প্রতিবন্ধি বাদে সকল কোটা বাতিল করা উচিত। দিন যত যাচ্ছে মুক্তি যোদ্ধার সংখ্যা তত বৃদ্ধি পাচ্ছে। আসিফ স্যারকে ধন্যবাদ
  • খালিদ মুহিউদ্দিন ভাই আমার প্রিয় একজন সাংবাদিক আমি সময় সুযোগ পেলে আপনার টক শো গুলো দেখি । প্রফেসর জনাব আসিফ নজরুল স্যারকে আমার সালাম , অনেক ভালো লাগে তাকে ।
  • যারা সদা সর্বদায় সত্য কথা বলে তারাই পকৃত মুসলমান। তেমনি একজন মানুষ, ড. আসিফ নজরুল । আল্লাহর কাছে প্রার্থনা করি, সত্য বাদী লোকজনদের কে যেন আল্লাহ তায়ালা দীর্ঘ দিন বাছিয়ে রাখেন।
  • একজন বিচক্ষণ শিক্ষক, নাগরিক এবং সর্বোপরি একজন সৎবুদ্ধি সম্পন্ন ব্যক্তি ডঃ আসিফ নজরুল স্যার অত্যন্ত সুস্পষ্ট ভাষী মানুষ।
  • স্যালুট,,,,,ডঃ আসিফ নজরুল সাহেব কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দোয়া রইল একজন বিচক্ষণ শিক্ষক, নাগরিক এবং সর্বোপরি একজন সৎবুদ্ধি সম্পন্ন ব্যক্তি অত্যন্ত সুস্পষ্ট ভাষী মানুষ।
  • সত্যি কথা সাহসের সাথে বলার জন্য ড.আসিফ নজরুল স্যারকে অসংখ্য ধন্যবাদ।
  • লজ্জা লাগে যখন একজন জনগনের প্রতিনিধি সত্যি কথা বলতে পারে না।ধন্যবাদ আসিফ নজরুল স্যার।আপনাকে দেখে আপনার কথা শুনে সত থাকার মোটিভেশান পাই
  • আমি একজন মুক্তিযোদ্ধা । আমি অধ্যাপক আসিফ নজরুল সাহেব মতামতের সাথে সহমত পোষণ করছি ।
  • সত্যি বলতে জ্ঞানী মানুষের অল্প কথায় সমাধান আসে,যেমন ড: আসিফ নজরুল স্যার প্রমান দিলেন, দোয়া রইল সুস্থতা কামনা করি 🤲🤲🤲
  • নজরুল স্যার কে ধন্যবাদ এমন কিছু মানুষ কে ধন্যবাদ সারা জীবন
  • স্যালুট! ড. আসিফ নজরুল স্যারকে। আপনিই প্রকৃত মানুষ যে মানুষের জন্য কাজ করেন।
  • ড. আসিফ নজরুল ইসলাম স্যার নিরপেক্ষ কথা বলেছেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ।
  • ২৫ শে মার্চ না ১৫ জুলাই বাংলাদেশ 💔 আমি ৫২ এর ভাষা আন্দোলন দেখি নাই,৬৯ এর গনঅভ্যুত্থান দেখি নাই " কিন্তু ১৮ এবং ২৪ এর কোটা আন্দোলন দেখেছি! বাংলাদেশের শিক্ষার্থীরা কখনো হারেনি, হারবে না।
  • একজন অসম্ভব রকমের জ্ঞানী মানুষ ড.আসিফ নজরুল স্যার।
  • ড.আসিফ নজরুল স্যারের প্রতি শ্রদ্ধা রইল।
  • ডক্টর আসিফ নজরুল স্যারকে অনেক অনেক ধন্যবাদ দেশের জন্য সত্য কথাগুলো বলা একান্তই জরুরী যা স্যারের মুখ থেকে শোনা যায় এবং ধন্যবাদ মহিউদ্দিন খান ভাইকে অনেক সুন্দর ভাবে জনগণের হয়ে প্রশ্নগুলো তুলে ধরার জন্য
  • মাননিয় আসিফ নজরুল সার হচ্ছেন একজন খুব বেশি সুন্দর করে বুঝিয়ে বলার জন্য সব কিছু। অনেক অনেক সম্মান ও দোয়া রইল।
  • ড:নজরুলের মেধা ও সুস্পষ্ট বক্তব্য প্রসংসার দাবি রাখে।