আল জাজিরার প্রতিবেদন ও প্রতিবাদ

Publicado 2021-02-05
আল জাজিরার প্রতিবেদন সত্য, আংশিক সত্য, নাকি মিথ্যা? পলাতক আসামিদের প্রকাশ্যে ঘুরে বেড়ানো নিয়ে পুলিশের ব্যাখ্যা কী? প্রতিবেদন প্রকাশ হওয়ার পর সরকারের বক্তব্য কি যথাযথ? এই সময়ে দেশের গণমাধ্যমের ভূমিকা কি প্রশ্নবিদ্ধ?

‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশোতে এবারের আলোচনার বিষয়: আল জাজিরার প্রতিবেদন ও প্রতিবাদ৷ অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে বাংলাদেশ থেকে রয়েছেন দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার প্রধান সম্পাদক নাঈমুল ইসলাম খান এবং সুইডেন থেকে নেত্র নিউজের এডিটর-ইন-চিফ তাসনিম খলিল৷ দেখুন এবং জানান আপনার মতামত৷

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ‪@arafatul2008‬

#আলজাজিরা #সাংবাদিকতা #খালেদমুহিউদ্দীন

সাব্সক্রাইব করুন: bit.ly/2SJoeQq
ফেসবুকে ডয়চে ভেলে: www.facebook.com/dwbengali
টুইটারে ডয়চে ভেলে: twitter.com/dw_bengali

Todos los comentarios (21)
  • প্রিয় দর্শক, বাংলাদেশের পত্রিকাগুলো আল জাজিরার প্রতিবেদনে প্রমাণিত বিষয়গুলো নিয়ে পরিষ্কারভাবে কথা বলছে না বলে মনে করেন নেত্র নিউজের এডিটর-ইন-চিফ তাসনিম খলিল৷ আপনারও কি তাই মনে হয়?
  • ভাই খুব বিরক্ত বোধ করতেছি, নাইম ছাগল এখানে মানান সই না
  • @masudahmed9411
    দালালটারে কেন টক শোতে আনেন? ওর বদলে হিরো আলম কে আনলেও ভাল লাগত।
  • @dancebangla9671
    নাঈম এর মত সাংবাদিক যতদিন বাংলাদেশে থাকবে, ততদিন মানুষ সত্য নিউজ কখনোই পাবেনা।😡😡😡
  • @emotinmedia3192
    নাঈমুল হাসানকে আওয়ামী লীগ থেকে নোবেল দেয়া উচিৎ।
  • @alijoubeair3553
    খালেদ ভাই আপনাকে সম্মান এর সাথে বলছি নাইম কাকুর মতো দালালদের বাদ দিয়ে নিরপেক্ষ কোনো সাংবাদিক বা ডক্টর নিয়ে আসবেন আশা করি
  • নাঈমুল শুধু একজন চিহ্নিত আওয়ামী দালাল নামধারী সাংবাদিকই নয় , সে আমাদের দেশের সাংবাদিক নামক ক্যান্সার টিউমার। অপারেশন জরুরী জাতির জন্য ।
  • @amiammah9859
    তাসনিম খলিল ভাইয়ের বক্তব্য খুব ভালো লাগলো। স্পষ্ট কথাবার্তা।
  • @masumabid4883
    নাঈমুল ইসলাম, আপনার একটা বিরাট টেকনোলজি আছে যা আল জাজিরার নাই | তা হলো উচ্ছিষ্টভোগী দালালি |
  • @Bangla-gb6nf
    সরকারের আচরণে প্রমানিত হয় আল জাজিরার রিপোর্ট সত্য ও বাস্তব।
  • @GowithMaskmqn
    নাঈম এর মত সাংবাদিক রা দেশের জন্য ক্ষতিকারক
  • @user-is3fj3bu1r
    বাংলাদেশের সাহসী সন্তান তাসনিম ভাইয়ের জন্য আপনার এই প্রোগ্রামটা দেখলাম নয়তো দালালদের বয়কট শুরু করে দিছি তিন বছর আগে থেকেই
  • @sohagsadi1432
    আমরা ভুক্তভোগী জনসাধারণ, আমরা বুঝি, আমরা অবশ্যই মাফিয়া দেশে বসবাস করছি।
  • @TheSezad
    নাঈম সাহেব কোন প্রশ্নের উত্তর দিতে না পারলে, সর্বদা দীর্ঘ আলোচনার প্রস্তাব দেন।
  • @adnanbabucu4617
    নাঈম সাহেব চামচামি না করে আল-জাজিরা থেকে সত্য সাংবাদিকতা শিখ।
  • ডিফেন্ড করার কি আছে ? বাংলাদেশ যে মাফিয়ারা চালাচ্ছে সেখানে কি সন্দেহ আছে ?
  • যদিও অনুষ্ঠানটি পুরোনো , তবু ও বলছি খালেদ ভাই দেশের পক্ষে এগিয়ে যান। কারণ বাংলার স্বাধীন সার্বভৌম এখন হুমকির মুখে।
  • ভবিষ্যতে বাংলাদেশের অনেক নামধারী সাংবাদিক(সাংঘাতিক) রাস্তা ঘাটে তুলোধুনো হবে। যদিও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনেকেই দেশ থেকে পালিয়ে যাবে ।
  • @refayat.mahmud
    পুরো টকশো জুড়ে তাসনিম ভাইকে নীতি তত্ত্বের প্রচারক হিসেবে, খালেদ ভাইকে কমেডি ম্যান হিসেবে আর নাঈমুর ভাইকে 48 মিনিট ধরে এক কাপ চা খেতে দেখলাম।