পুলিশ মুক্তিযোদ্ধা: সম্মান আছে, স্বীকৃতি নেই | Investigation 360 Degree | EP 329

65,068
0
Published 2022-12-16
পাকিস্তান সেনাবহরের বিরুদ্ধে প্রথম বুলেট ছোড়া হয় রাজারবাগ পুলিশ লাইন থেকে। পরিসংখ্যান বলছে, তৎকালীন পূর্ব পাকিস্তান পুলিশের সদস্য ছিল ৩৩ হাজার ৯৯৫ জন। প্রায় ১৪ হাজার পুলিশ সদস্য পূর্ব পাকিস্তান সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ান। ৭১ এর মহান মুক্তিযুদ্ধে শহীদ হন ১ হাজারের বেশি পুলিশ সদস্য। আহত হন আরো বেশি। অথচ, ১৪ হাজার পুলিশের মধ্যে গেজেটভুক্ত পুলিশ মুক্তিযোদ্ধার সংখ্যা মাত্র ১ হাজার ৮৩ জন। বাকিদের এখনো স্বীকৃতি মেলেনি। কিন্তু কেন ?
দেখুন আমাদের এবারের অনুসন্ধান 'পুলিশ মুক্তিযোদ্ধা : সম্মান আছে, স্বীকৃতি নেই'।

পুলিশ মুক্তিযোদ্ধা: সম্মান আছে, স্বীকৃতি নেই | Investigation 360 Degree | EP 329

- Subscribe to our channel:    / jamunatvbd  
- Follow us on Twitter: twitter.com/JamunaTV
- Find us on Facebook:
- Check our website: www.jamuna.tv/

#JamunaTelevision #JTV #যমুনাটিভি

All Comments (21)
  • @guitarmamun7053
    আল্লাহ মৃত পুলিশ সদস্যদের তুমি জান্নাতুল ফেরদৌসে নসীব করো আমিন
  • আহা দুঃখ কি প্রকাশ করব। জীবন বাজি রেখে যারা এই অকুতোভয় সংগ্রামের সৈনিক রা যুদ্ধ করে দেশকে এনে দিয়েছেন। তাদের যদি এত ঘুরাঘুরি করতে হয় এর চাইতে দুঃখ কি আছে। আমি তো ভাষা হারিয়ে ফেলছি। তবে তাদের সবার জন্য দোয়া রইল অসীম। যারা এই সরকারি দায়িত্বে আছেন তাদের কঠোর নজর দেওয়া উচিত মনে করি। ইনশাআল্লাহ আশা করি ভালভাবে দেখবেন। আর শেষে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যমুনা টিভি কে এবং অসংখ্য ধন্যবাদ যমুনা টিভির সকল সদস্যকে। অসাধারণ উপস্থাপনা মীর আহসান🌹🌹🌹
  • @alihossen2300
    ওনাকে সহ সকল মুক্তিযুদ্ধাকে তাদের প্রাপ্য সম্মানটুকু দেয়া হওক,,
  • প্রকৃত মুক্তিযুদ্ধাদের সন্মান দেওয়ার জোর দাবি জানায়।
  • আসসালামু আলাইকুম প্রকৃত যারা মুক্তিযোদ্ধা এখনো রাষ্ট্রীয় মর্যাদায় তালিকাভুক্ত হয়নি মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া নিয়ে বিস্তারিত তুলে ধরার জন্য যমুনা টিভির ৩৬০ ডিগ্রি সকল সাংবাদিক ভাই কে জানাই অনেক অনেক ধন্যবাদ
  • প্রকৃত যারা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই করে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হোক
  • যারা প্রথম যুদ্ধ করলো তারা মুক্তিযোদ্ধার স্বীকৃতি এখনো পায়নি এটাই আমাদের বাংলাদেশ!
  • আসল মুক্তিযুদ্ধের ইতিহাস নেই বর্তমানে। ভুয়া মুক্তিযুদ্ধের ইতিহাস দিয়ে দেশ ছয় লাভ
  • দেশের সকল ক্রান্তি বীর দের উপযুক্ত সম্মান দেওয়া রাষ্ট্রের দায়িত্ব।
  • ধন্যবাদ,,, যমুনা টেলিভিশন কে,,,🥀🥀র্পব গুলো দেখতেছি আর মুগ্ধ হয়তেছি,,, আর সত্য কে জানতে পাইতেছি 💓💓
  • @M480gmail
    আলহামদুলিল্লাহ আমার বড় চাচা বিডিআর এর থেকে মুক্তিযুদ্ধা ছিলেন ।।
  • @user-A718
    আমি এমন স্বাধীনতা বিশ্বাস করি না।!
  • @eisamia499
    আমি মুহাম্মাদ ঈসা আমি কুয়েত থেকে আছি আপনাদের সাথে অনেক দিন দরে।
  • আহারে মুক্তিযোদ্ধা এই বুড়ো মাকে তার প্রাপ‍্যটা দেয়া হোক
  • ২৯৭১ সালে ৩০ হাজার শহীদ হয়েছে আমি এই ৩০ হাজার মুক্তিযুদ্ধার নাম দেখতে চাই।।
  • @hamja5134
    আমার বাবাও মুক্তিযুদ্ধের সময় পুলিশে চাকরি করত যদি পুলিশকে উপযুক্ত সন্মান দেওয়া হয় তাহলে আমিও বলতে পারব, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান।
  • @A10A.
    জয় বাংলা হয়ে গেছে দেশ। এখন এইসব দুঃখের কথা সুনলে ঘৃণা হয়
  • @noyonahmed5519
    আমার বাবার নাম এখন তালিকাভুক্ত হয়নি। তিনিও একজন পুলিশ মুক্তিযুদ্ধা😢😢