Gulliver's Travels 1939 to Unlimited

Published 2015-02-06
কৈশরে Gulliver's Travels এর গল্প কে পড়েনি। র‍্যাপিড রিডিং এর চেয়ে এ গল্পের মানে জানাটা ছিল অনেক বেশি আকর্ষনীয়... তারপর সেটা বাবার মুখে যে কতবার শুনেছি, প্রতিবারই কল্পনার সাগরে ভেসেছি... তবে এটার সারমর্মটাও শুনেছিলাম, খুব সিরিয়াস হয়ে.. মানে বুঝিনি... সারমর্মটা ছিল Brobdingnag এ বৃটিশ সিংহের অহংকারের চূড়ায় আঘাত করা, আর সে কারণে লেখককে কারাদন্ডাদেশ দেওয়া হয়েছিল ইত্যাদি ইত্যাদি.... এতোকিছু বোঝার মত বয়স হয়ে ওঠেনি.... তবে ১৯৩৯ আর ২০১৫ এ ধরায় জ্ঞান বিজ্ঞানের উন্নয়ন কম হয়নি, মানব সভ্যতা হাটিহাটি পা পা করে আজ পূর্ণ যৌবনে, আর বিবর্তন হয়েছে আত্মিক থেকে যান্ত্রিকতায়।

তবুও সেই অহংকারী আদিমতায় আচ্ছন্ন হলো পৃথিবী আবারও... গালিভারের যাত্রা নিরন্তর....

All Comments (2)
  • @Nantukln1
    কৈশরে Gulliver's Travels এর গল্প কে পড়েনি। র‍্যাপিড রিডিং এর চেয়ে এ গল্পের মানে জানাটা ছিল অনেক বেশি আকর্ষনীয়... তারপর সেটা বাবার মুখে যে কতবার শুনেছি, প্রতিবারই কল্পনার সাগরে ভেসেছি... তবে এটার সারমর্মটাও শুনেছিলাম, খুব সিরিয়াস হয়ে.. মানে বুঝিনি... সারমর্মটা ছিল Brobdingnag এ বৃটিশ সিংহের অহংকারের চূড়ায় আঘাত করা, আর সে কারণে লেখককে কারাদন্ডাদেশ দেওয়া হয়েছিল ইত্যাদি ইত্যাদি.... এতোকিছু বোঝার মত বয়স হয়ে ওঠেনি.... তবে ১৯৩৯ আর ২০১৫ এ ধরায় জ্ঞান বিজ্ঞানের উন্নয়ন কম হয়নি, মানব সভ্যতা হাটিহাটি পা পা করে আজ পূর্ণ যৌবনে, আর বিবর্তন হয়েছে আত্মিক থেকে যান্ত্রিকতায়।  তবুও সেই অহংকারী আদিমতায় আচ্ছন্ন হলো পৃথিবী আবারও... গালিভারের যাত্রা নিরন্তর....