প্রবাসে একা ঘরে বাচ্চারা বড় হয়ে যায় একটু বেশিই তাড়াতাড়ি..সকালে মেহার কাণ্ড দেখেও আমরা হতবাক

554,403
0
Published 2024-04-22
প্রবাসে বাচ্চারা বড় হয়ে যায় একটু বেশিই তাড়াতাড়ি..সকালসকাল মেহার কাণ্ড দেখেও আমরা হতবাক

All Comments (21)
  • মেয়েরা ছোট হোক বা বড় ওরা ,মানে আমরা বেশিরভাগ মেয়ে তথা মহিলারাই মায়ের জাত হ‌ই। তোমার মেয়ে আর একবার প্রমাণ করলো। বেঁচে থাক পৃথিবীর সমস্ত মেহা রূপে মায়েরা।
  • Ekta মেয়ে থাকলে মাএর সুখ দুঃখের সাতি হয়, তাই যার কন্যা সন্তান নেই, সে বড় দুর্ভাগ্য,
  • @sucitaakhter7357
    না বলে যাওয়াটা সাপে বর হয়েছে, শিক্ষা ঠিকঠাক হচ্ছে কিনা তার একটা ছোট্ট পরীক্ষা হলো। মেহা তাতে একদম ফাটিয়ে দিয়েছে ❤
  • তিন piece ই ছিল, আমি খাবার সময় একটা ডিম ভেজে নেব। এটা শুধু মায়েরাই পারে। আর একটি জিনিস আবার মেহা প্র্মান দিল যে মায়ের পরে সবথেকে বেশি ভালোবাসতে পারে একমাত্র বোন
  • এটা মা হিসেবে আপনার সার্থকতা দিদি যে মেয়ে এভাবে প্রয়োজনের সময় পাশে দাঁড়াতে পেরেছে এবং দায়িত্ব নিতে পেরেছে এবং সেটাকে সঠিকভাবে পালন ও করতে পেরেছে। মেহা কে আমার অনেক ভালোবাসা জানালাম। ❤
  • @nelydey3837
    আমার মানিকের কথাগুলি এতো ভালো লাগে যে একজন আদর্শ বাবার সমস্ত গুন তার মধ্যে আছে । এতো মার্জিত এতো শান্ত খুব কম দেখা যায় । তোমরা সবাই খুব ভালো থেকো । এই আশীর্বাদ করি ।
  • বাহ্ তোমার তো গর্ব হওয়া উচিত mahua your daughter has grown up মুখে বললেও ঘুম থেকে উঠে ঘরে ওদের দেখতে না পেলে মাথা ঠিক থাকার কথা নয় যাক তোমার training খুবই ভালো meha খুব ভালো কাজ করেছে তার মানে তুমি এতটাই ক্লান্ত ছিলে যে টের পাওনি আগামী তে কোনো কাজ করলে তোমায় যেন জানিয়ে দেয় but all we can say meha done a great job 👏👏👏
  • @puu842
    আজকে মেহা কে এত টা যত্নশীল এত কম বয়সে হতে দেখে কেমন একটা অদ্ভুত আনন্দ পাচ্ছিলাম।খুব ভালো দুটো মনের মানুষ মেহা আর রামাবুড়ি ❤❤❤ভালো থাকো সোনা তোমরা সবসময় ❤❤মা এর পাশে এরকম বটগাছ হয়ে সবসময় থেকো।মা অমূল্য সম্পদ। ভালো থেকো দিদি। সাবধানে থেকো।সুস্থতা দ্রুত কামনা করি ভগবান এর কাছে❤❤❤❤
  • @rimsdiary0108
    রামার পটি করার গল্পটা দারুন ছিল। হেসে হেসে আমার পেট ব্যাথা হয়ে গেছে।❤❤❤মেহা এই বয়সে কত দায়িত্ব নিতে গেছে।😊
  • @radhaghosh9158
    মেহা খুব ভালো মেয়ে, সোনা মেয়ে । ওর মতো মেয়ে যেনো সব ঘরে ঘরে হয় । ও অনেক পুন্যের ফলে তোমার মতো মা পেয়েছে, তুমি ও অনেক পুন্যের ফলে, এমন স্বামী, ছেলে মেয়ে পেয়েছো। ঈশ্বর তোমাদের সকলের মঙ্গল করুন ।
  • @kakolichanda7299
    মেহা বেশ স্বাবলম্বী হয়ে গেছে মহুয়া, কি সুন্দর করে নিজে তৈরী হয়ে ভাইকেও ঠিকঠাক তৈরী করে স্কুলে নিয়ে গেছে 👌👌❤️❤️❤️ যদিও সে নিজেই এখনো অনেক ছোটো। সত্যিই মেয়েরা ছোটো থেকেই কতো কিছুই তাড়াতাড়ি শিখে নেয়। অনেক আদর জানাই ওদের দুজনকে ❤❤ আর তোমরা দুজন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো ❤
  • মেহা দুর্দান্ত মেয়ে। সেদিন ও কি সুন্দর বললো unnecessary কেন চাইবো ঠাকুর এর কাছে। আর এখনও কি matured. Great going girl ❤❤❤❤
  • @srabanibasu4833
    বিচক্ষণ মা বাবার শিক্ষায় শিক্ষিত সন্তান তো এমনই তো হবে। ❤❤❤❤
  • সেই আমাদের ছোট্ট মেহা কত বড় হয়ে গেল নিজের ভাইকে রেডি করে স্কুল নিয়ে গেছে ভাবা যায়,,রামকৃষ্ণর পটি করানোর গল্পটা দারুন ছিল😂😂😂 খুব ভালো থাকো তোমরা সুস্থ থাকো আনন্দে থাকো❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
  • তোমরা দুইজন ই স্বার্থক অভিভাবক ❤ মেহা কে অনেক অনেক আদর, ভালোবাসা ও আশীর্বাদ।
  • @voiceofheart7633
    কত বুদ্ধিমতী আমাদের মেহু বাহ্ এটা তোমার সুন্দর শিক্ষার পরিচয়। আশীর্বাদ কোরো যেনো তোমার মত মা হতে পারি 🙏
  • এইভাবেই ছেলে মেয়ে রা ক্রমশ স্বাবলম্বী হয়ে ওঠে। মা, বাবা যে অসুস্থ সেটা উপলব্ধি করতে পারে। মেহা মায়ের বিরাট ভূমিকা পালন করেছে এবং দৃঢ়ভাবে। তোমাদের সন্তান পালন পদ্ধতি সঠিক পথে এগোচ্ছে। সকলে ভালো থেকো।
  • মেহা মায়ের কথা শুনে খুব ভালো লাগলো। মেহা আস্তে আস্তে জানান দিচ্ছে যে আমরা মা একধারে যেমন শক্ত হাতে শাসন করতে পারি আবার স্নেহের হাত বাড়িয়ে সন্তানের প্রতি মায়ের মতো স্নেহ করতে পারি। খুব ভালো হোকরে মা তোর। তবে সাবধান থাকাটাও জরুরী। আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকবেন।
  • @mahuaghosh2040
    অসাধারণ, অসাধারণ ভাবা যায় না মেহাকে সেলুট জানাই, খুব বিচার করার ক্ষমতা,ওকে ঈশ্বর আরো শক্তি দেবেন
  • @lilabiswas4544
    মেহার দায়িত্ব বোধ দেখে খুব ভালো লাগছে। যদিও মা বাবাকে একটু চিন্তায় ফেলে দিয়েছিল। কিন্তু এইটুকু মেহা খুব সুন্দর করে ম্যানেজ করেছে। রামাকে খুব সুন্দর সামলেছে। মহুয়া তুমি প্রাউড ফিল করতেই পার। ওর দায়িত্ব বোধ দেখে খুব ভালো লাগলো।❤❤