তোমাদের সকল প্রশ্নের উত্তর দিতে আবার ফিরে আসলাম তোমাদের সামনে

Published 2024-06-19
Embark on a journey of inspiration and knowledge with Sayak Chakraborty! 🌟 Explore diverse topics, from life hacks to thought-provoking discussions, curated just for you. Join our growing community of like-minded individuals who crave daily doses of positivity and wisdom. Your support means the world – hit that subscribe button, share the joy, and let's make every day brighter together! 🚀 #SayakChakraborty #SubscribeNow #dailyinspiration #bengali #bengalivlog #kolkata #bengaliserial #sayakchakraborty #sayakchakraborty

All Comments (21)
  • তুমি একদম উপযুক্ত সন্তান।। একদম ঠিক কাজ করেছো সায়ক ভাই ।। তোমাদের মতো সন্তান এযুগে হয় না।। আরও অনেক বড় হও ভাই। অনেক দূর যাবে তুমি।
  • @kzaman2141
    যার যার কস্ট সে বুঝে তোমার মায়ের যে খেয়াল তুমি রাখো তা আজকের ছেলে মেয়েরা রাখে না। তোমার বাবাকে তুমি এখনো ভালো রেখেছ। সেটা কারো চোখে পরে না। আমার যখন দুই বছর তখন আমার বাবা মারা গিয়েছিলেন আমার মা বাবার আদর বলতে আমি আমার মার কাছ থেকে পেয়েছি। ভালো থাকবে বাংলাদেশ থেকে।
  • তোমার মায়ের মুখটা যেদিন প্রথম দেখি মনে হয়েছিল,,, অনেক না বলা কথা ওনার বুকে জমে আছে।যে মানুষের হাসতে হাসতে চোখ দিয়ে জল গড়িয়ে পরে জানতে হবে সেই মানুষটির জীবনে প্রচুর কষ্ট স‌ইতে হয়েছে। তবুও ভগবান আছেন তোমার মতো একটা ছেলে ওনার জীবনে উপহার স্বরূপ পাঠিয়ে দিয়েছেন। সব্যসাচীর মতো একটা ছেলে এবং সুস্মিতার মতো একটা মিষ্টি বৌমা ওনার জীবনে আছে। আশাকরি ওনার বাকি জীবনটা তোমরা আনন্দে ভরিয়ে দিতে পারবে।যা গেছে তা গেছে। আমি কিন্তু জ্ঞান দিইনি ভাই। ভালো থেকো সবাই। তোমার মায়ের জন্য র‌ইল আমার অনেক শ্রদ্ধা ও ভালবাসা ❤️❤️🙏🙏
  • সায়ক আমি একজন মা হয়ে বলছি, সত্যি তুমি তোমার বাবার যে দায়িত্ব সেটা থেকে বঞ্চিত হয়েছো সেটা খুবই দুঃখ জনক। তবুও বলছি আমি আমার ছেলে কে একাই বড়ো করেছি কিন্তু টাকা পয়সার সাপোর্ট পেয়েছি কারণ ওর বাবা দূরে চাকরি করতেন। বাবার উপস্থিতি ও কোনো দিন ই পায় নি। ছেলে ও খুব দুঃখ পায়, আমি ওকে বুঝিয়ে বলি, তাই তোমাকে ও আমি বলি দুঃখ কোরো না। কথায় আছে পিতার পূন্যে পুত্র। ❤❤❤❤
  • @rupadas680
    তোমাকে আশীর্বাদ করি এগিয়ে যাও, এই ভাবে থেকো, তোমার জীবনের একটা অংশের সঙ্গে আমার ছেলের সঙ্গে মিল খুব ভাবে, ভালো থেকো ❤
  • @Saswati5937
    ছারো না ভাই , তুমি যেটা ঠিক মনে করেছ সেটা করেছো। কে কি বলল কি যায় আসে তাতে। তোমার মা তোমার বাবা তোমার বাড়ির সব। সবাই জানে তার ও নাটক করে লোকে। বলতে দাও বাবু। দুঃখ করো না , আনন্দ করো ভালো করে কাজ করো। সবাই কে নিয়ে ভালো থেকো। Love you bacha ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
  • স্যোশাল মিডিয়ায় ভিডিও দিলে মন শক্ত করতে হবে ।কারণ মানুষ কারো ভালো দেখতে পারে না। খারাপ থাকলে কেউ পাশে দাঁড়াবে না। কিন্তু ভালো থাকলেই আচর দেওয়ার লোকের অভাব হবে না।
  • @taptisaha8767
    তোমার জীবনের কষ্টের কথা শুনে khub kosto holo তোমার মা খুব ভালো মানুষ।
  • দাদা তোমার জীবনের মতো আমার জীবনের অনেকটাই মিল আছে। আমি ও আমার বাবাকে অনেক দরকারের সময়ই পাইনি। যারা বাবাকে সবসময় প্রতিটি দরকারে পায় তারা এই কষ্ট কখনো বুঝবে না।
  • @barnaliroy6183
    সায়ক মায়ের জন্য যা করতে ইচ্ছা করে, শুধু মা কেন নিজের যোগ্যতায় যার যার জন্য করতে ইচ্ছে করে করো। তবে বাবা এই শব্দটা পারলে নিজের আশেপাশের থেকে পার্মানেন্টলি ক্লোস করে দাও। কারন এই দুটো Greatest word- "বাবা" এবং "মা" এর সাথে প্রত্যেকের নিজস্ব অভিজ্ঞতা থাকে। যেটা একান্ত ব্যক্তিগত। তুমি যতই তুমার বুকের যন্ত্রনা গুলো তুলে ধরনা কেন, কোনদিন অন্যদের চুপ করাতে পারবেনা। বারবার হাতে মিষ্টি মেখে তুমার কান ধরার চেষ্টা করেই যাবে। কাজে সব মনের ব্যাপার। মন চাইলে সব সম্ভব। মন থেকে ক্লোস করার চেষ্টা করো এই একটা greatest শব্দ।❤❤
  • আমি তোমার বেপার টা বুঝতে পারছি কারণ আমার বাবা আমি যখন ৫বছর বয়েস আর বোনের এক বছর তখন মা ২২বছর বয়েসে আমরা ২বোন মা একজন গৃহ বধূ থেকে লড়াই করে আমার মা আমাদের ২বোন কে 😭মানুষ করে তাই তোমার মতো আমার অবস্থা তুমি একদম ঠিক বলছো।
  • একদম ঠিক বলেছো সায়ক। যাদের জীবন ঘটে তারাই বোঝে। আমার সাথেও একই ঘটেছে।
  • @rajamitra436
    Ami tomader straggling er Ekta chapa history ache sei din kei bujhe gachi jeidin tumi porichoy dichile j " ami r ma oi dokane gie kisha pitol bikri kortam", sotti dada tomar amr life story onkta eki.. ❤
  • Tomar Maa ar kheyal rekho Shayak.Tomar Baba holo Sheyana ato kichu hobar por tomra je tomar Baba k dekhcho setai onek ajkal Je Baba ra bacha der jonno kore Tara Buro boyos a Tader Perents k Bidhdhasram a Pathiye dei.Take care
  • @mitragupta7395
    তোমার family খুব মিষ্টি একটা family। সবাই ভীষণ ভালো
  • Jani shob shomoy ignore kora jai na...tobuo bolbo just ignore... tomra dui bhai eke oporer jonno thako tatei shob joy korbe... smile... bless you... tomar theke boro etukui bollam.
  • তোমার মা বড্ড ভালো মানুষ শান্ত ধীর ।ধৈয্য শীলা প্রণাম নেবেন দিদি ভাই ‌❤❤